বিয়ে ভেঙ্গে যাওয়ায় একাই হানিমুনে তামান্না! - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Wednesday, November 15, 2017

বিয়ে ভেঙ্গে যাওয়ায় একাই হানিমুনে তামান্না!

একটি মেয়ের বিয়ে ভেঙে যায়। তারপর সেই মেয়েটি একাই হনিমুনে বেরিয়ে পড়ে। সেখানেই তাঁর জীবন আমূল পাল্টে যায়। এটি বলিউড অভিনেত্রী কঙ্গনা অভিনীত ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবির গল্প। এই ছবিরই তেলুগু রিমেকে দেখা যাবে ‘বাহুবলী’ ছবিখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।  

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ‘কুইন’ ছবির তেলুগু রিমেক হচ্ছে ‘কুইন ওয়ান্স এগেন’। হিন্দি ছবিতে মূল ভূমিকায় দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে। সেই ভূমিকাতেই তেলুগু রিমেকে দেখা যাবে তামান্নাকে। ছবিটির পরিচালক জাতীয় পুরস্কার বিজয়ী নীলকান্ত।

জানা গেছে, ছবিতে নিজের লুকস ঠিক করতে কঠোর পরিশ্রম করছেন তামান্না। ছবির চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে জিমের বদলে ফ্রান্সের সমুদ্রতটে ট্রেনিং করছে তিনি।

এ প্রসঙ্গে তামান্না বলেন, সমুদ্রতীরে দূষণ থাকে না। আমার মনে হয়, এতে আমার লাভ হবে।

তিনি বলেন, ভারতে যে ট্রেনিং সাধারণত সপ্তাহে তিনদিন করতাম, এখানে সেই জায়গায় সপ্তাহে ছ’দিন করছি।

তামান্না আরও বলেন, আমার ট্রেনারের মনে হয়েছে, আমাকে ওজন কমাতে হবে। এর জন্য আমি সকালে তাড়াতাড়ি উঠছি, যাতে করে বেশি ট্রেনিং করতে পারি। আমি স্কিপিং শুরু করেছি। এর আগে আমি যা করিনি।

ফ্রান্সে এসে তাঁর ভীষণই ইতিবাচক অনুভূতি হচ্ছে। এই জায়গাটি বেশ ভাল বলেও জানান ‘বাহুবলী’ ছবিখ্যাত এই অভিনেত্রী।



No comments:

Post a Comment