উর্বশীর চাহিদা মেটাতে এবার বিরক্ত প্রযোজক! - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Monday, March 5, 2018

উর্বশীর চাহিদা মেটাতে এবার বিরক্ত প্রযোজক!

উর্বশীর চাহিদা মেটাতে তিক্ত-বিরক্ত প্রযোজক!


অভিনেত্রী উর্বশী রাউতেলার অঢেল চাহিদা আর বায়না চরমে উঠেছে। তার এই চাহিদা মেটাতে ও তার ব্যবহারে ছবির কর্মী, প্রযোজক সকলে তার ব্যবহারে অত্যন্ত বিরক্ত।

নিজের অভিনয় নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। বরং তার সমস্ত মনোযোগ খাওয়া-দাওয়ায়। আর তার এমন আচরণে রীতিমতো বিরক্ত ছবির নির্মাতারা। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকা।

শুটিং সেটে উর্বশীর কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন পরিচালক থেকে প্রযোজক সকলেই। জানা গেছে, প্রতিদিন পাঁচতারা হোটেল থেকে বিপুল পরিমাণ খাবারের অর্ডার দিচ্ছেন তিনি। যে খাবারে আরাম করে ১০-১২ জনের খাওয়া হয়ে যায়। আর সেই খাবারের বিল ধরাচ্ছেন প্রযোজককে। মজার ব্যাপার হলো, যে পরিমাণ খাবার তিনি অর্ডার করেন, তার সামান্যই নিজে খান। বাকিটা বাড়ির লোকজনের জন্য পাঠিয়ে দেন। শুধু তাই নয়, শুটিংয়ের মাঝেই লম্বা লম্বা বিরতি নিচ্ছেন তিনি।

তাকে নিয়ে আরও ঝঞ্ঝাট রয়েছে। প্রায় এক-দেড় ঘণ্টা নিজের ভ্যানিটি ভ্যানে বসেই কাটিয়ে দেন তিনি। উর্বশী আর কী কী খাবেন, সে কথাই বসে ভাবেন। মেক-আপ ম্যানের থেকে রোজ ওয়েট-টিস্যুর প্যাকেটও নিয়ে নেন। সব মিলিয়ে ছবির কর্মী, প্রযোজক সকলেই তার ব্যবহারে অত্যন্ত অসন্তুষ্ট। তার ভাবমূর্তি যে ভক্তদের কাছে অপ্রীতিকর হতে পারে, তা কি খেয়াল আছে অভিনেত্রীর? কে জানে!




No comments:

Post a Comment