প্রিয়াঙ্কা চোপড়ার সালমান খান কে কোয়ান্টিকো সিজন ফোর-এর অফার ফিরিয়ে দিলেন - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Saturday, March 31, 2018

প্রিয়াঙ্কা চোপড়ার সালমান খান কে কোয়ান্টিকো সিজন ফোর-এর অফার ফিরিয়ে দিলেন

প্রিয়াঙ্কা এবার সালমান খান কেও উপেক্ষা করলেন কোয়ান্টিকো সিজন ফোর এর অফার
   
মুম্বই: সেই শেষ ২০১৬-র 'জয় গঙ্গাজল'। তারপর, কেটে গিয়েছে দু-দুটো বছর! আর কোনও হিন্দি ছবিতে দেখা মেলেনি প্রিয়াঙ্কাকা চোপড়ার। তিনি মেতে ছিলেন হলিউড নিয়ে। আর এদিকে হা পিত্যেশ করে বসে ছিল নায়িকার অগুন্তি ফ্যান! কবে আবার বলিটাউনে ফিরবেন চোপড়ার?
এতদিনে তাঁদের আশা পূরণ হচ্ছে। শোনা যাচ্ছে, আলি আব্বাস জফর-এর 'ভারত'-এ সলমন খান-এর বিপরীতে অভিনয় করবেন সুন্দরী।
বিস্বস্ত সূত্রের খবর, এখনই আর কোনও বিদেশী প্রজেক্টে সাইন করবেন না প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এখন কয়েকটি হিন্দি ছবি করতে চান। এমনকী, তৃতীয় সিজনের পর জনপ্রিয় আমেরিকান টেলিভিশন শো 'কোয়ান্টিকো'-কেও আপাতত বাই বাই বলবেন 'বরফি' স্টার। কারণ একবার চতুর্থ সিজন-এর কাজ শুরু করে দিলে, তিনি আটকে পড়বেন। বলিউডে ফেরা হবে না !
গত সপ্তাহে ঝটিকা সফরে মুম্বই এসেছিলেন 'ফ্যাশন' তারকা। এখন তিনি আয়ারল্যান্ডে 'কোয়ান্টিকো'-র তৃতীয় সিজন-এর শুটিং করছেন। ২৬ এপ্রিল থেকে শুরু হবে তৃতিয় সিরিজ-এর স্ক্রিনিং।
'ভারত' ছাড়াও, কল্পনা চাওলা'র বায়োপিক-এ কাজ করছেন প্রিয়াঙ্কা। খবর- 'মার্গারিটা উইথ আ স্ট্র'-র পরিচালক সোনালী বসুর আগামী ছবিতেও অভিনয় করছেন তিনি। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। প্রযোজক রনি স্ক্রুওয়ালা ও সিদ্ধার্থ রয় কাপুর।
    



No comments:

Post a Comment