২০২০ সালে টি-টোয়েন্ট বিশ্বকাপ ক্রিকেটের বিস্তারিত জেনে নিন - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Tuesday, April 24, 2018

২০২০ সালে টি-টোয়েন্ট বিশ্বকাপ ক্রিকেটের বিস্তারিত জেনে নিন

২০২০ সালে টি-টোয়েন্ট বিশ্বকাপ ক্রিকেটের আসর বসবে অস্ট্রেলিয়ায়।

বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠছে ২০১৯ সালে। এবারের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্টিত হবে ইংল্যান্ডে এটা সবার জানা ।
এবার (আইসিসি) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপ ২০১৯ এর শুরু ও শেষের সময় ঘোষনা করেছে। ২০১৯ সালের ৩০ মে মাঠে গড়াবে ক্রিকেটের বিশেকাপের ১২ তম আসর। আর ফাইনাল হবে ১৪ জুলাই। কলকাতায় অনুষ্টিত মিটিংযে এই ঘোষনা দেওয়া হয়।
তবে ছূড়ান্ত সুচি ঘোষনা করা হবে ৩০ এপ্রিল। এদিনই জানা যাবে কোন কন দল কোন কোন গ্রুপে কার কার সাথে খেলছে।এবার বিশ্ব ক্রিকেটে অফগানিস্তান সহ মোট ১০ টি দল অংশ গ্রহন করবে। তবে ভাবনার বিষয় হলো বিশ্বকাপ ক্রিকেট ঘনিয়ে আসলেও বাংলাদেশ দলের কোচ নিয়ে এখনো ধোয়াশা কাটেনি। কবে পাবে বাংলাদেশ তাদের প্রধান কোচ। এই মাসের মধ্যে পাবার কথা থাকলেও এখনো বিসিবি তা স্পট করে কিছু বলেনি।



No comments:

Post a Comment