আজ আমরা hsc ইংরেজি প্রথম পার্ট এর poem লিখা শিখব
তার আগে আমাদের জানতে হবে পোয়েম কি? পোয়েম হল কবিতা ৷
তার আগে আমাদের জানতে হবে পোয়েম কি? পোয়েম হল কবিতা ৷
তো poem লিখতে হবে আসলে আমরা বাংলা 2য় পার্ট এ যে সারাংশ বা সারমর্ম লিখি তার মত করে লিখতে হবে ৷কবিতার মূল ভাব টুকু বা কবিতা পড়ে তুমি কি শিক্ষা লাভ করলে তার সংক্ষিপ্ত বিবরণ ই হল পোয়েম ৷
তো যারাদের পরিক্ষায় একেবারে কমন পড়বে না তারা নিচের নিয়ম টা ফলো করুন:—
তো যারাদের পরিক্ষায় একেবারে কমন পড়বে না তারা নিচের নিয়ম টা ফলো করুন:—
প্রথম লাইন- In the peom + কবিতার প্রথম লাইন
দ্বিতীয় লাইন- It's is declared that + 2য় লাইন
3তম লাইন- It is said that + 4তম লাইন
4তম লাইন- We also learn this poem + 5তম লাইন
শেষ লাইন- Finally we believe that + শেষ লাইন (poem এর)
ব্যাছ কাজ শেষ ৷ মনে রাখবেন এটা যাদের কমন আসবে না তাদের জন্য ৷ আর একটি কথা poem যেন 50-60 world এর মধ্য থাকে ৷
কোন ভুল হলে খমার চোখে দেখবেন ৷
ইতি,
Tarakbiswas
ইতি,
Tarakbiswas
No comments:
Post a Comment