কানে শোঁ শোঁ শব্দ এবং মাথা ঘুরানো সমস্যা প্রতিকার - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Saturday, September 17, 2022

কানে শোঁ শোঁ শব্দ এবং মাথা ঘুরানো সমস্যা প্রতিকার

আজ আমরা Ginkgo bloba এবং Veserc ক্যাকসুল নিয়ে আলোচনা করব ৷

কানে ঝিঁঝিঁ শব্দ ও মাথা ঘোরে তাদের জন্য Ginkgo-B ও Veserc

যাদের ব্রেনে সমস্যা , মনে থাকে না কোন কিছু ,
অমোনোযোগি , কানে ঝিঝি বা বাঁসির শব্দ হয় ,
কানে কম সোনেন , কান ব্লাক হয়ে থাকা এবং
যাদের যৌন শক্তি কম তাদের জন্য
জিংকগো বিলোবা এবং ভিসার্ক ক্যাকসুল খেতে বলে ডাক্তার রা ৷

Ginkgo-B 60

জিংকগো বিলোবা মুলত আমাদের ব্রেনের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং সৃতিশক্তি বাড়িয়ে দেয় ৷
ফলে আমাদের যোন শক্তি কমে যায় মাথা গোরে ৷

কানে শব্দ হয় বা টেনিটাস রোগ হতে পারে ৷
জিংকগো বিলোবা সেবনের ফলে আপনার যৌবনকে ধরে রাখে ৷
চাইনারা পরিক্ষা করে দেখেছে যে এই ক্যাপসুন সেবনের ফলে যৌবনের তারণ্যকে ধরে রাখা সম্ভাব ৷

ভিসার্ক ( Veserc )

ভিসার্ক ক্যাপসুল মুলত যাদের কানে ঝিঝি ,ভোঁ ভোঁ , বাসির মত শব্দ হয় ,
মাথা গোরে , কানে কম সোনে এবং বমিবমি ভাব হয় তাদের জন্য খেতে বলা হয় ৷

  • অথএব উপরের সমস্যা গুগো যাদের আছে তারা
  • ভিসার্ক এবং জিংকগো বিলোবা ক্যাকসুল খেতে পারেন ৷

নিচে ভিসার্ক এবং জিংকগো এর সমস্ত কিছু দেখানো হলো :

Ginkgo-B 60

কানে ঝিঁঝিঁ শব্দ ও মাথা ঘোরে তাদের জন্য Ginkgo-B ও Veserc

উপাদান:

জিংকগাে-বি ৬০ ক্যাপসুলঃ প্রতিটি ক্যাপসুলে রয়েছে জিংকগোে বিলোবা নির্যাস ৬০ মি.গ্রা ৷

ফার্মাকোলজী

  • জিংকগাে পাতার নিযাসে রয়েছে ফ্লাভনয়েড গ্রাইকোসাইড এবং টারপিনয়েডস
    (জিংকগােলাইডস, বিলোবালাইডস) যা অনুচক্রিকাকে প্রেটেলেট এক্টিভিটিং ফ্যাক্টরের (পিএএফ)
    সাথে যুক্ত হওয়া থেকে বিরত রেখে অনুচত্রিকা সমূহের একীভূতকরণ প্রক্রিয়া এবং
    রক্তের বর্ধমান তারল্যকে দমন করে।
  • এটি থ্রাম্বসিস কমায়। ডিমেনশিয়াতে
    এটি আমাদের চেতনা, কার্যকর স্মৃতি , স্বল্পমেয়াদি ভিজুয়াল মেমােরি,
    সেরেব্রোল অপ্রতুলতা, স্বল্লমেয়াদি স্মৃতি ইত্যাদির উন্নতি ঘটায়।

ব্যাবহার নির্দেশনা

  1. সেরেব্রাল অপ্রতুলতা - স্মৃতিশক্তি লাপ, দুর্বল মনোযােগ, হতাশা, স্মৃতিহীনতা
  2. পেরিফেরাল ভাস্কুলার রােগ
  3. দেহে অক্সিজেনের ঘাটতি প্রতিরােধ
  4. তীব্র মধ্যকর্ণ বধিরতা
  5. এসএসঅরআই ব্যবহারজনিত যৌন অক্ষমতা

সেবনমাত্রা ও সেবনবিধি

জিংকগাে-বি ৬০: ১-২ টি ক্যাপসুল দিনে সকালে এবং রাতে খাবার পর অথবা
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

সেবনের স্থিতিকালঃ

  • সেরেব্রাল অপ্রতুলতা- ক্মপক্ষে ৮ সপ্তাহ
  • পেরিফেরাল ভাস্কুলার রােগ - কমপক্ষে ৬ সপ্তাহ
  • ভা্টগাে ও টিনিটাস - কমপক্ষে ৬-৮ সপ্তাহ।
  • সত্কাতা ও সাবধানতা
  • সার্জারীর আগে জিংকণোে বিলােবা সেবন বন্ধ রাখতে হবে,
    কেননা ইহা অপরেশন শরবর্তী রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে।

Ginkgo-B পার্শ প্রতিক্রিয়া

  • কদাচিৎ পাকস্থলী অথবা আন্ত্রিক গােলযােগ,
    মাথাব্যথা আথবা স্কিনে অ্যালার্জিক দেখা দিতে পারে ৷
  • গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার কোন সীমাবদ্ধতা জানা যায়নি।
  • শিশু ও কিশােরদের ক্ষেত্রে
    ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ১২০ মি.গ্রা, মাত্রায় ব্যবহার করা উচিত না।
  • অন্য ঔষধের সাথে প্রতিত্রিয়া
    এন্টিকোয়াগোেলেন্টস, এন্টিপুেটলেট এজেন্ট, হেপারিন এবং
    থ্রম্বোলাইটিক এজেন্টগুলো রক্তপাত জটিলতার ঝুঁকি বাড়াতে পারে।

Ginkgo-B সংরক্ষণ

  1. ৩০°সে. তাপমাত্রার নিচে, শুষ্ক স্থানে ও আলো থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের
    বাইরে রাখুন ।
  2. জিংকগো-বি ৬০ ক্যাপসুলঃ প্রতিটি এইচ.ডি.পি.ই কন্টেইনারে রয়েছে ৩০টি
    ক্যাপসুল।

ভিসার্ক: বিটাহিস্টিন ডাইহাইড্রোক্লোরাইড উপস্থাপন

কানে ঝিঁঝিঁ শব্দ ও মাথা ঘোরে তাদের জন্য Ginkgo-B ও Veserc

  1. ভিসার্ক ৮ মিগ্রা ট্যাবলেট ও সাদা, গােলাকার ট্যাবলেট;
    প্রতি ট্যাবলেটে আছে বিটাহিস্টিন ডাইহাই্রোকোরাইড বিপি ৮ মিগ্রা।
  2. ভিসার্ক ১৬ মিগ্রা ট্যাবলেট সাদা, ব্যারেল আকৃতির ট্যাবলেট; প্রতি ট্যাবলেটে
    আছে বিটাহিস্টিন ডাইহাইড্রোক্লোরাইড বিপি ১৬ মিগ্রা।

ভিসার্ক নির্দেশনা

বিটাহিস্টিন মেনিয়ারস সিনড্রোম এবং এর উপসগ, যেমন- মাথাঘােরা,
কানে ঝিঝি শব্দ, শ্রবণ শক্তি হারানো এবং বমি বমি ভাব ইত্যাদি এর চিকিৎসায় নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি

  1. প্রাগ্তবয়স্ক: প্রারম্ভিক সেবন মাত্রা ৮-১৬ মিগ্রা, দৈনিক তিনবার খাদ্যের সঙ্গে গ্রহণ ৷
    সংরক্ষন মাত্রা সাধারণতে দৈনিক ২৪-8৮ মিগ্রা। দৈনিক মাত্র ৪৮ মিগ্রা এর অধিক
    হওয়া উচিত নয়।
  2. সেবনমাত্রা স্বতন্ত্র রােগীর প্রয়োজন অনুসারে সমম্বয় করা যেতে পারে।
    কোন কোন ক্ষেত্রে কয়েক সপ্তাহ পরই রোেগের উন্নতি পরিলক্ষীত হত পারে।
  3. যকৃতের সমস্যায় ব্যবহারের জন্য পর্যাপ্ত তথ্য নেই।
  4. কিডনী সমস্যায় ব্যবহারের জন্য পর্যাপ্ত তথ্য নেই।
  5. বয়স্কদের ক্ষত্রে: বয়স্কদের ব্যবহারের ক্ষেত্রে সীমিত তথ্য রয়েছে।
    বয়স্ক রোগীদের ক্ষেত্রে বিটাহিস্টিন এর ব্যবহারে সতর্কর্তা অবলম্বন করা উচিত।
  6. শিণু এবং কিশােরদের ক্ষত্রেঃ নিরাপত্তা ও ফলপ্রসুতার ক্ষেত্রে অপর্যাপ্ত তথ্যের
    কারণে ১৮ বছরের নিচে শিশু ও কিশোেরদের ক্ষেত্রে বিটাহিস্টিন নির্দেশিত নয়।
  7. ফিওক্রোমোেসাইটোমা আক্রান্ত রাগীদের ক্ষেত্রে বিটাহিস্টিন
    প্রতিনির্দেশিত।
  8. যেহেতু বিটাহিস্টিন হিস্টামিনের একটি সিস্থেটিক এ্যানালগ তাই
    বিটাহিস্টিন তীত্র উচ্চরক্তচাপের কারণে সৃষ্ট টিউমার থেকে ক্যাটেকোলএ্যামাইন এর
    নির্গ্মন প্রলুদ্ধ করতে পারে

ভিসার্ক সতর্ক্তা:

  • যে সকল রােগীদের পেপটিক আলসার অথবা পেপটিক আলসারের
    ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে কারণ
    সেসকল ক্ষত্রে বিটাহিস্টিন এ মাঝে মাঝে বদহজম দেখা দেয়।
  • সাবধানতা: যেসকল রোেগীদের ব্রংকিয়াল এযাজমা আছে তাদের ক্ষত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।
    যে সকল রােগীদের আর্টিকারিয়া, চামড়ায় ছােট ছােট লাল
    ফুসকুড়ি অথবা এ্যালার্জিক রাইনিটিস আছে তাদের ক্ষেত্রে বিটাহিস্টিন এর নি্দেশনা
    দেওয়ার সময় সাবধানতার পরামর্শ দেওয়া হয়েছে
  • কারণ তাদের ক্ষেত্রে এ সকল
    লক্ষণের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র নিম্নরক্তচাপ রােগীদের ক্ষত্রে
    সাবধানতার পরামর্শ দেওয়া হয়েছে।
  • যে সকল রােগীদের গ্যালাকটোজ অসহিষ্ণুতার
    বিরল বংশানুক্রমিক সমস্যা, ল্যাকটোজের ঘাটতি অথবা গ্রকোজ গ্যালাকটোজ
    ম্যালএ্যাবজর্পশন রয়েছে তাদের এই ওষুধটি সেবন করা উচিত নয়।
  • গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যেবহার: গর্ভাবস্থায়: গর্ভাবস্থায় বিটাহিস্টিন-এর
    ব্যবহারজনিত খুবই সীমিত পরিমাণে তথ্য রয়েছে।
  • অপ্যাপ্ত হলেও প্রাণীদেহে পরীক্ষাসমূহ পুনরুৎপাদনশীল বিষাক্ততার মত ক্ষতিকারক কান প্রত্যক্ষ বা পরােক্ষ
    ফলাফল নির্দেশ করে না।
  • পূর্ব সাবধানতার পদক্ষেপস্বরূপ গর্ভাবস্থায় বিটাহিস্টিনের
    ব্যবহার পরিহার করা শ্রেয়।
  • দু্ধদানকালে: মনুষ্যদুঙ্ধে বিটাহিস্টিনের নিঃসরণের
    ব্যাপারে আপর্যান্ত তথ্য রয়েছে। দুন্ধদানকালে বিটাহিস্টিন সেবন করা উচিত নয় ৷

ওষুধ বিষয়ক সতর্ক্তা

আলাে থেকে দূরে, ঠা্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করুন।

ভিসার্ক সরবরাহ

ভিসার্ক ৮ মিগ্রা ট্যাবলেট ও প্রতিটি বাক্সে অ্যালু-অ্যালু ব্লস্টার প্যাক ৫০টি ট্যাবলেট
ভিসার্ক ১৬ মিগ্রা ট্যাবলেট ও প্রতিটি বাক্সে অ্যালু-অ্যালু ব্লিস্টার প্যাকে ৫০টি থাকে ৷




No comments:

Post a Comment