শরীলে তৃতীয় স্তন স্থাপন, বা তিনটি দুধের শরীল গড়লেন! ফ্লোরিডার জ্যাসমিন ত্রিদেভিল - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Wednesday, September 27, 2017

শরীলে তৃতীয় স্তন স্থাপন, বা তিনটি দুধের শরীল গড়লেন! ফ্লোরিডার জ্যাসমিন ত্রিদেভিল

বক্ষে তৃতীয় স্তন স্থাপন, সারা দুনিয়ায় তোলপাড়

যুক্তরাষ্ট্রের এক ম্যাসেজি থেরাপিস্ট রিয়েলিটি টিভি হওয়ার বাসনায় শরীরে অস্ত্রোপচার করিয়ে নিলেন৷ তবে নাক সরু করা ঠোঁট চওড়া করা নয় এই মহিলা তার বক্ষে তৃতীয় স্তন স্থাপন করিয়েছেন৷

ফ্লোরিডার জ্যাসমিন ত্রিদেভিল প্রায় কুড়ি লক্ষ মার্কিন ডলার খরচ করেছেন এই অস্ত্রোপচারের জন্য৷ কয়েকমাস আগে হঠাৎই তার মনে এমন ইচ্ছে জাগে৷

হন্যে হয়ে প্রায় ৫০ জন চিকিৎসকের কাছে ঘুরে বেড়ান তিনি৷ জ্যাসমিন জানিয়েছেন, অনেক কষ্ট করেই নাকি এক চিকিৎসকেরা সন্ধান পেয়েছিলেন তিনি৷

জ্যাসমিনের বুকের মাঝখানে তৃতীয় বক্ষ প্রতিস্থাপন করা হয়েছে৷ তলপেটের ত্বকের কোষ নিয়ে তাকে সিলিকন প্রতিস্থাপন করেছেন চিকিৎসক৷ যদিও জ্যাসমিনের অভিভাবকরা তার এই সিদ্ধান্তে একবারেই একমত ছিলেন না৷

তার মা ও বোন তার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছেন এবং তার বাবার মাথা লজ্জায় নত হলেও মেয়ের মুখ চেয়ে মেনে নিয়েছেন তিনি৷

রিয়েলিটি টিভি স্টার হওয়ার জন্য পুরুষের কাছে নিজেকে বিশ্রী করতে চেয়েছিলেন জ্যাসমিন৷ কারণ তিনি নাকি আর কোন পুরুষের সঙ্গে ডেট করতে চাননা৷



No comments:

Post a Comment