কোন বয়সে শুক্রাণুর ক্ষমতা দ্বিগুণ হয় জানেন? - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Wednesday, November 15, 2017

কোন বয়সে শুক্রাণুর ক্ষমতা দ্বিগুণ হয় জানেন?

সম্প্রতি ব্রিটিশ বিজ্ঞানীদের করা এক নতুন গবেষণা দেখা গেছে চল্লিশোর্ধ দাতাদের শুক্রাণু থেকে সন্তান উৎপাদনের সম্ভাবনা অনেক বেশি হয়। অর্থাৎ  শুক্রাণুদাতা যদি মধ্যবয়সী পুরুষ হন তবে নারীদের গর্ভধারণের সম্ভাবনা থাকে বেশি


    

এদিকে নতুন এই গবেষণার ফলে ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায় সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা’ এই ধারণা ভুল প্রমাণিত হল।

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন গাইডলাইনে বলা হয়েছিল শুক্রাণুদাতার বয়স হতে হবে চল্লিশের নিচে। কিন্তু, সমীক্ষা বলছে চল্লিশোর্ধ দাতারাই বেশি সক্ষম। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ৪০ হাজার ৪০০টি ইউভিএফ চিকিত্সা পদ্ধতির উপর সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গেছে ২০ বছরের নিচে শুক্রাণুদাতাদের থেকে ইউভিএফ পদ্ধতিতে গর্ভধারণ যেখানে সম্ভব হয়েছে ২৮.৩ শতাংশ, সেখানে ৪১ থেকে ৪৫ বছর বয়স্ক দাতাদের শুক্রাণু থেকে ইউভিএফ পদ্ধতিতে গর্ভধারণ সফল হয়েছে ৩০.৪ শতাংশ ক্ষেত্রে।  

নিউক্যাসল ফার্টিলিটি সেন্টার অ্যাট লাইফের চিকিত্সক মীনাক্ষি চৌধুরী জানান, 'বয়সের সঙ্গে শুক্রাণুর ক্ষমতা কমার কোনো সম্পর্ক নেই। এটা নির্ভর করে শুক্রাণুর মানের ওপর।




No comments:

Post a Comment