মহিলা সঙ্গীর সঙ্গে সহবাসের ইচ্ছা হলে আর কন্ডোমের প্রয়োজন পড়বে না৷ তার বিকল্প হিসেবে এল গর্ভনিরোধক ইঞ্জেকশন৷
সাধারণত সহবাসের সময় অনেকক্ষেত্রে পুরুষরা কন্ডোম পড়তে অস্বস্তিবোধ করেন৷ অনেকের যুক্তি, কন্ডোমের বাঁধায় সহবাস মধুর হয় না৷ এবার তাদের জন্য এটা অত্যন্ত সুখবর৷ মহিলাদের গর্ভনিরোধক ট্যাবলেটের পর বৈজ্ঞানিকরা পুরুষদের জন্য গর্ভনিরোধক ইঞ্জেকশন প্রস্তুত করেছেন৷
বিজ্ঞানীদের দাবি, অনুযায়ী এটা বলা যেতে পারে যে কন্ডোমের থেকে এটা শুধু ভালই হবে তা নয়, এর কোনরকম সাইড এফেক্ট নেই৷ যখন খুশি প্রভাব সমাপ্ত করাও যেতে পারে৷ স্কটল্যান্ডের পত্রিকা ‘দ্য স্কটিশ সনে’ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পুরুষদের জন্য গর্ভনিরোধক ইঞ্জেকশন প্রস্তুত করেছেন৷ যার পরীক্ষা সমগ্র বিশ্বে 400টি জোড়া বিবাহিত স্বামী-স্ত্রীর মধ্যে করবার পরিকল্পনা নেওয়া হয়েছে৷
এই পরীক্ষার নেতৃত্বে থাকা প্রফেসার রিচার্ড অ্যান্ডারসন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠনের দ্বারা সঞ্চালিত এই পরীক্ষায় ৩৭-৪৫ বছরের মধ্যে ৪০০ জোড়া যুগলকে সামিল করা হবে৷ এই পরীক্ষার কোন সাইড এফেক্ট নেই৷
No comments:
Post a Comment