কম্পিউটার থেকে ভাইরাস বা ম্যালাওয়ার অটো ডিলেট করুন!!!! - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Sunday, November 19, 2017

কম্পিউটার থেকে ভাইরাস বা ম্যালাওয়ার অটো ডিলেট করুন!!!!

অটোরান ভাইরাস পিসি থেকে ডিলিট করুন!?????

    

আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাদের ক্ষেত্রে অটোরান ভাইরাস এক মহা সম্যসা । এর থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই অনেক পদক্ষেপ নেন তবুও যেন এটি আমাদের পিছু ছাড়ে না । অটোরান ভাইরাসের কারণে অনেক সময় ড্রাইভে দু’বার ক্লিক করলে খোলে না বরং অটোরান মেনু আসে । এখন আপনার কম্পিউটার যদি অটোরান ভাইরাসের হাতে পড়ে তখন কি করবেন ? অনেকেই এন্টিভাইরাস দিয়ে স্ক্যান দেন ! কিন্তু মজার বিষয় হল এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করলেও বেশিরভাগ সময় ই কাজ হয় না । নিচের নিয়মটি ফলো করুন আশা করি সমাধান হয়ে যাবে ।

নিচে দেয়া কোডটি নোটপ্যাডে কপি পেষ্ট করে Autorun.bat নামে সেভ করুন ।

echo off

del“C:\autorun.inf”/F/Q

del“D:\autorun.inf”/F/Q

del“E:\autorun.inf”/F/Q

del“F:\autorun.inf”/F/Q

del“G:\autorun.inf”/F/Q

del“H:\autorun.inf”/F/Q

del“H:\autorun.inf”/F/Q

pause

কাজ শেষ , এবার ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন এবং কম্পিউটার রিস্টার্ট দিন , আশা করি অটোরান ভাইরাস আর সম্যসা করবে না!!!!




No comments:

Post a Comment