যেকোনো অভিনেতা-অভিনেত্রীর জন্যই নির্লজ্জ হওয়াটা অত্যন্ত জরুরি: বিদ্যা - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Tuesday, November 14, 2017

যেকোনো অভিনেতা-অভিনেত্রীর জন্যই নির্লজ্জ হওয়াটা অত্যন্ত জরুরি: বিদ্যা

একজন অভিনেতা বা অভিনেত্রীর মনোভাব কেমন হওয়া উচিত বা কি কি গুণ থাকা উচিত, যেগুলো থাকলে বলিউডে জায়গা করে নেয়া যাবে? এমন প্রশ্নের উত্তর হাতড়ে বেড়ান অনেকেই। তবে এই প্রশ্নের মোক্ষম জবাব আছে বলিউডের লাস্যময়ী অভিনেত্রী বিদ্যা বালানের কাছে।

এ প্রসঙ্গে তার স্পষ্ট জবাব, ‘যেকোনো অভিনেতা-অভিনেত্রীর জন্যই নির্লজ্জ হওয়াটা অত্যন্ত জরুরি। পাশাপাশি হতে হবে নির্ভয়। শেমলেস এবং ফেয়ারলেস হওয়াটা আবশ্যিক গুণের মধ্যে পড়ে। তাছাড়া অভিনয়ের ক্ষেত্রে কারো মনেই কোনো ধরণের কোনো আশঙ্কা থাকা উচিত নয়। এই তিনটি গুণ থাকলেই ইন্ডাস্ট্রিতে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পাওয়া সম্ভব।’

সম্প্রতি ‘গুলশান কুমার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া’র উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন বিদ্যা। তিনি আরও বলেন, ‘সাফল্যের কোনো নির্দিষ্ট রাস্তা নেই। এটা মানুষের কাজের ওপর নির্ভর করে। মানুষকে নিজের সাফল্যের রাস্তা নিজেরই খুঁজে নিতে হবে। তবে এর বাইরে সাফল্যের জন্য যা প্রযোজন সেটা হল আত্মবিশ্বাস। সেল্প কনফিডেন্স থাকলে সাফল্য আসবেই। এইটা মানুষের বড় একটা গুণ।’

বর্তমানে নতুন ছবি ‘তুমহারি সুলু’ নিয়ে ব্যস্ত আছেন বিদ্যা। যেটি মুক্তি পাবে আগামী ১৭ নভেম্বর।  ছবিতে বিদ্যা একজন সাধারণ গৃহবধূ সলচনার ভূমিকায় অভিনয় করেছেন। স্বামী এবং একমাত্র পুত্রকে নিয়ে সুলচনার সংসার। সুলু মানে সুলচনা সব সময় চেষ্টা করে দৈনন্দিন জীবনকে একটু রঙিন করে তুলতে। সুরেশ ত্রিবেনী পরিচালিত এই ছবিটি হল সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক টুকরো জীবনের ছবি। অন্তত এমনটাই মনে করেন বিদ্যা।

অনুষ্ঠানে কথা প্রসঙ্গে উঠে আসে একশ কোটির ক্লাবের কথা। এ প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘আমি সংখ্যা দিয়ে ছবির সাফল্য মাপি না। যদি কোনো ছবি দর্শকের হৃদয় জিতে নেয়, তাহলেই ছবি হিট। ছবি যদি প্রযোজক-পরিচালকদের সামান্য লাভ দিয়ে আসল টাকা ফেরত দেয় তাহলে ধরে নেবো ছবি সুপারহিট। এর বাইরে আমি আর কিছু ভাবি না।




No comments:

Post a Comment