কি ধরণের ছেলেদেরকে পছন্দ করে মেয়েরা জানেন কি? - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Tuesday, November 14, 2017

কি ধরণের ছেলেদেরকে পছন্দ করে মেয়েরা জানেন কি?

লাইফস্টাইল ডেস্ক :: যুগ যুগ ধরে চলছে মেয়েদের প্রেম ভালোবাসা। আর এই প্রেম ভালোবাসা তখনেই সার্থক হয় যখন এইটা প্রেমে পরিনত হয়। আর এই প্রেম করার ক্ষেত্রে কোন ধরনের ছেলেদেরকে পছন্দ করে মেয়েরা তা নিয়েও গবেষণা করেছে ওকেকুপিড নামের একটি সংস্থা। সংসাথাটির তথ্য মতে ,’পুরুষরা অপেক্ষাকৃত কম বয়সী নারীর প্রতি আকৃষ্ট হয়। কিন্তু, নারীদের ক্ষেত্রে বিষয়টি ঠিক এর উল্টো। ‘

সংস্থাটি আরো গবেষনা করে পায় নারীদের কাছে প্রথম প্রথম নিজেদের চেয়ে তিন থেকে চার বছর বেশি বয়সী পুরুষ পছন্দনীয় হলেও, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজেদের চেয়েও কম বয়সী পুরুষকে ভাল লাগে। যেমন: ৪৬ থেকে ৪৮ বছর বয়সী নারীরা নিজেদের চেয়ে প্রায় আট বছর কমবয়সী পুরুষকে পছন্দ করেন।

এদিকে, ২০ থেকে ৫০ বছর বয়সী পুরুষের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় নারী হলো ২০ বছর বয়সী যুবতী। সর্বোচ্চ ২৪ বছর বয়সী নারীকে আকর্ষণীয় লাগে ৪৬ বছর বয়সী পুরুষের কাছে।

৫০ বছর বয়সী পুরুষের কাছেও সর্বাধিক আকর্ষণীয় হলেন ২০ বছর বয়সী মেয়ে।

গ্রাফভিত্তিক তথ্যে দেখা গেছে, নারীরা নিজেদের বয়সের কাছাকাছি বা তার চেয়ে একটু বেশি বয়সী পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হন।



No comments:

Post a Comment