প্রিয়াঙ্কাকে পেতে ১ মিনিটে খরচ ৪০ লাখ! - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Sunday, November 19, 2017

প্রিয়াঙ্কাকে পেতে ১ মিনিটে খরচ ৪০ লাখ!

বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী মহিলার তালিকায় নাম রয়েছে তার। ভারতের ছোট শহর থেকে আসা এই মেয়ে নিজেকে তৈরি করেছেন স্বপ্নের থেকেও বড়। মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন, বলিউড জয় করে নাম করেছেন হলিউডে। তিনি প্রিয়াঙ্কা চোপড়া। নিজেকে ভেঙে চুড়ে নির্মাণ করে যার এমন অর্জন। তার এক মিনিটের দাম ৪০ লাখ হবে এটাই স্বাভাবিক। 

জানা গেছে ৩০ মিনিটের একটি পারফর্মেন্সের জন্য পারিশ্রমিক ১২ কোটি টাকা হাঁকিয়েছেন এই সুন্দরী। স্পটবয়-এর খবর অনুযায়ী, স্পেনে একটি অনুষ্ঠানে মাত্র ৩০ মিনিট পারফর্ম করার জন্য ওই বিশাল অঙ্কের পরিশ্রমিক দাবি করেছেন পিগি চপস।

ওই অনুষ্ঠানে পর পর বেশ কয়েকটি হিন্দি গানে পারফর্ম করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। আর তার জন্যই তিনি ওই পারিশ্রমিক দাবি করেছেন বলে খবর।

এদিকে বলিউড নয়, হলিউডেও এবার পসার জমাতে শুরু পড়েছেন পিগি। ইতিমধ্যে থাকার জন্য ফ্ল্যাটও কিনেছেন। ২০১৭ সালে মুক্তি পায় ‘বে ওয়াচ’। তার আগে মার্কিন টেলিভিশনে ‘কোয়ানটিকো’ দিয়ে বিদেশি টেলিভিশনে ক্যারিয়ার শুরু করেন বলিউডের এই অভিনেত্রী



1 comment: