বাংলালিংকের নতুন সুবিধা আমার অফার - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Monday, November 20, 2017

বাংলালিংকের নতুন সুবিধা আমার অফার

 বাংলালিংক গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘আমার অফার’ নামের একটি সুবিধা। এই প্রোডাক্ট প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন তাদের নিজস্ব ব্যবহার ও পছন্দ অনুযায়ী বিভিন্ন অফার উপভোগের সুযোগ।বর্তমানে প্রচলিত বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের অফার থেকে প্রয়োজনীয় অফার বেছে নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের অনেক ভোগান্তি পোহাতে হয়। ‘আমার অফার’ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা অত্যন্ত সহজ, ঝামেলা মুক্ত, গ্রাহকদের জন্য বাছাইকৃত অফার উপভোগ করতে পারবেন বলে জানায়

গ্রাহকরা বাংলালিংক থেকে *৮৮৮# ডায়াল করে ‘আমার অফার’-এর মাধ্যমে টক-টাইম অফার, ইন্টারনেট প্যাক, রিচার্জ বোনাস ও ট্যারিফসহ বিভিন্ন অফার পাচ্ছেন।এছাড়া প্রথমবার ডায়াল করলে গ্রাহকরা সীমিত সময়ের জন্য পাচ্ছেন ফ্রি ৫০০ এমবি ইন্টারনেট ডেটা ও ৫০০ এসএমএস।বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার মাইক মিসেল বলেন, বাংলালিংক সব সময় গ্রাহকদের চাহিদাকে গুরুত্বের সাথে বিবেচনা করে এবং সেই অনুযায়ী বিভিন্ন অফার চালু করে থাকে। গ্রাহকদেরকে তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অফার উপভোগের সুযোগ দিতে প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।




No comments:

Post a Comment