কম্পিউটারে সেট করুন ফেস লক পনার ফেস ছাড়া লক খুলবে না - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Sunday, November 19, 2017

কম্পিউটারে সেট করুন ফেস লক পনার ফেস ছাড়া লক খুলবে না

[h1>আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড হিসেবে সেট করুন আপনারই ছবি[/h1>

           
“বিসমিল্লাহির রহমানির রহিম”
সফটওয়্যারটির নাম key lemon v. 2.6.1 . সফটওয়্যারটির কাজ হল আপনার ছবিকে পাসওয়ার্ড হিসবে সেট রাখা। আপনি আপনার মডেল প্রথমে কম্পিউটার কে চিনিয়ে দিবেন আর তারপর কম্পিউটার আপনাকে দেখলেই নিজে নিজেই আনলক হয়ে যাবে। মানুষ মানুষকে ভুলে গেলেও এই সফটওয়্যার আপনাকে ভুলবে না।
software টির বিশেষত্ব হলঃ
১. খুব দ্রুত আপনার face detect করতে সক্ষম।
২. কম্পিউটার এর সামনে আপনি বসে থাকলে পাসওয়ার্ড দেয়ার ঝামেলা নেই।
৩. কেউ যদি আপনার আগচরে কম্পিউটার আনলক করতে যায় তাহলে তার ছবি তুলে রাখে এই সফটওয়্যারটি।
৪. একই সাথে আপনি কয়েকজনের মডেল দিয়ে রাখতে পারবেন এবং শুধু তারা সামনে আসলেই কম্পিউটার আনলক হবে।
Key Lemon System requirements:
Operating systems:
Windows XP Sp2/Sp3
Windows Vista
Windows 7
Minimum hardware requirements:
Pentium 500 MHz (Recommended: Pentium 1GHz or greater)
100 MB RAM (Recommended: 128 MB RAM or greater)
50 MB hard drive space
USB webcam or integrated webcam (laptop)

এই সফটওয়্যার টির ডাউনলোড লিঙ্কটি 4shared.com এ দেওয়া। এখান থেকে ডাউনলোড করতে গেলে আপনাকে সাইন আপ করতে বলবে। যেটা হয়ত অনেকের জন্য ঝামেলা হবে। তাই আমি আপনাদের সুবিধার জন্য আগে থেকেই sign up করা একটি ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা এই ইমেইল ও পাসওয়ার্ড এর অপব্যবহার করবেন না।
email: afikur_help@ovi.com
pass: afikur12345 (এইটা দিয়ে কাজ হবে না আলরেডি এর অপব্যবহার হয়ে গেছে। নতুন করে সাইন আপ করতে হবে আপনাদের কষ্ট করে)
Windows 7 ও vista ইউজার্স সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Windows XP ইউজার্স সফটওয়্যারটিডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যেভাবে ডাউনলোড করবেন-
১.প্রথমে লিঙ্কটি তে ঢুকুন। তারপর ডানপাশে sign in এ ক্লিক করুন ও তারপর email ও password দিন। দেখবেন আমার দেওয়া অ্যাকাউন্ট এ ধুকে গেছে। tab টি ক্লোজ না করে আপনি আবার আমার দেওয়া এই লিঙ্ক টা তে ক্লিক করবেন। এরপর ডাউনলোড এ ক্লিক করবেন। ২০সেকেন্ড অপেক্ষা করার পর আপনার কাঙ্ক্ষিত ডাউনলোড শুরু হবে। খুবই সহজ কাজ। যাদের ঝামেলা মনে হবে তাদের বলি ভালো জিনিস ফ্রী তে পেতে এতটুকু কষ্ট তো আপনাকে করতেই হবে।
সেট আপ করবেন যেভাবেঃ
১. উইন্ডোজ ৭ ইউজারদের কোন ঝামেলা নেই সেট আপ করুন তারপর নিজের মডেল অ্যাড করুন। তারপর থেকে নির্দিধায় ব্যবহার করুন।
২. উইন্ডোজ এক্সপি ইউজাররা প্রথমে সেট আপ করুন তারপর crack ফাইলটি setup directory তে পেস্ট করুন। পেস্ট করতে গেলে রিপ্লেস কর্তে বলবে। নির্দিধায় রিপ্লেস করে দিন। আর তারপর আজীবন ব্যবহার করুন।




No comments:

Post a Comment