ফেইসবুকে তিন অক্ষরের সিঙ্গল নাম করুন খুব সহজেই - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Tuesday, November 14, 2017

ফেইসবুকে তিন অক্ষরের সিঙ্গল নাম করুন খুব সহজেই


আমি রুপম।অনেক দিন পর আসলাম।আশা করি সবাই ভালো আছেন
ট্রিকটি শুরু করার আগে কিছু কথা বলতে চাই।অনেক দিন আগে আমি ভিপিএন নিয়ে একটা পোষ্ট করেছিলাম অনেকেই বলছে এটা করে লাভ কি?আসলে লাভ অনেক আছে এখন বুঝতে পারবেন না।যখন ঠেকবেন তখন বুঝবেন কি লাভ।আর মোবাইলে যেহেতু অপশনটা আছে..সেহেতু আমাদের সবার উচিত এটার ব্যবহার সম্পর্কে জানা।তারা তো আর এমনি এমনিই অপশনটি দেই নাই।
আর আমরা নতুন নতুন ট্রিক সম্পর্কে জানবো।লাভ টা বড় কথা না..নতুন কিছু শিখলেন এটাই বড় কথা।আর যদি পোস্ট কপি হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন আমি পোস্ট ডিলিট করে দিবো।যাইহোক অনেক কিছুই বলে ফেললাম।
—এবার কাজের কথা বলি।
—এবার আপনারা জানবেন কিভাবে ফেইসবুকে সিঙ্গল নাম[UPDATE]+তিন অক্ষরের সিঙ্গল নাম করবেন একেবারে নতুন নিয়মে।
—যেহেতুIndonesia এর সার্ভার সব VPN এ পাওয়া যায়না।আর এটা দিয়ে সিঙ্গল নাম হয়।কিন্তু তিন অক্ষরের সিঙ্গল নাম এটা দিয়ে হবে না+হয়না।
—আর তাই আমরা অন্য একটি কান্ট্রির সার্ভার ব্যবহার করব যেটাতে সিঙ্গল নাম+তিন অক্ষরের সিঙ্গল নাম করা যাবে।
—কান্ট্রি সার্ভার হলো:সিঙ্গাপুর/Singapore
—Required To Download: Turbo VPN from play store [অন্যান্য ভিপিএন এও হতে পারে।আবার নাও হতে পারে।এটাই ১০০% হবে।তাই এটাই ডাউলোড করুন।মাফ করবেন লিংক দিতে পারলাম না]
—না জেনে+বেশি Advantage দেখিয়ে কমেন্ট করবেন না।
—বিঃদ্র: VPN use করে fb তে ঢুকার জন্য আইডি লক হতে পারে।তাই যা করবেন নিজ দায়িত্বে করবেন।
—আশা করি বুঝতে পেরেছেন।



No comments:

Post a Comment