Pc তে এবার ইন্সটল করুন Java ফোনের সকল APP - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Tuesday, November 14, 2017

Pc তে এবার ইন্সটল করুন Java ফোনের সকল APP

আশা করি আমার পূর্বের দুইটি পোস্ট আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আপানাদের অনুপ্রেরণায় আমার এই নতুন পোস্টটি লেখা।
এক সময় আমাদের সকলের প্রিয় ফোন ছিল Nokia java ফোন।
Android Phone এর যুগে তা এখন ইতিহাস। প্রিয় জাভা গেম গুলো
কিংবা classical app গুলো চাইলেই আপনি pc তে ইন্সটল করতে পারেন।
আপনার পিসির কনফিগারেশন যেমনই হোক এই software টি ইন্সটল করতে কোনো সমস্যায় পড়তে হবেনা, ইনশাল্লাহ। কারণ এটি একটি Lite version software.
তবে আপনার পিসিতে Java Oracle ইন্সটল থাকতে হবে। না থাকলে jre.exe লিখে গুগলে সার্চ দিন। Direct link not available by Oracle group তাই আপনাকে ডাইরেক্ট লিনক দিতে পারলাম না। (তবে এটা ডাউনলোড করা লাগবে না।) কারণ বর্তমানে বেশিরভাগ পিসিতে আগে থেকেই Java supported থাকে।
উপরের বিষয়টি কম্পলিট করার পর এবার আপনাকে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে……
প্রথমে software টি Download করে নিন।
Install করে ওপেন করুন। এবার নিয়মগুলো অনুসরণ করুন……
জাভা App খুজুন যেটি আপনি run. করতে চান
এবার চালাতে থাকুন আপনার জাভা App
screen size বড় করতে ( যদি support করে)
racing গেমগুলো keyboard দিয়ে খুব সহজেই control করতে পারবেন।
তাড়াহুড়া করে সলাতের দিকে দৌড়াতে নেই, বরং শান্ত ও ধীরস্থিরভাবে দাঁড়াতে হবে।
আবূ ক্বাতাদাহ্ (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সালাতের ইকামাত হলে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। ধীরস্থিরতার প্রতি লক্ষ্য রাখা তোমাদের জন্য একান্ত কর্তব্য।
গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
হাদিস নম্বরঃ ৬৩৮ (আধুনিক প্রকাশনীঃ ৬০২, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬১০)
জাজাকাল্লাহ খাইরান
Report
About Author (5)
24 responses to “HSV : Pc তে



No comments:

Post a Comment