আসলে আমি শটকিটে বলছি ভুল হলে মাফ করবেন
আপনার ওয়ার্ডপ্রেসের প্রতিটি পোস্ট কোন না কোন বিভাগে/ক্যাটাগরিতে রাখতে হবে। ধরুন "Programming" নামে একটা ক্যাটাগুরি বানালে প্রোগ্রামিং সংক্রান্ত সকল পোস্টগুলি এই ক্যাটাগরিতে রাখতে পারবেন। আপনার পোস্টের ধরন অনুযায়ী ক্যাটাগরি ইচ্ছেমত তৈরী করতে পারবেন।
"Post" মেনুর সাবমেনুতে "Categories" মেনুতে যান, এখান থেকে নতুন ক্যাটাগরি যোগ করতে পারবেন। ইচ্ছে করলে যেকোন ক্যাটাগরি সম্পাদনা এমনকি মুছে দিতে পারবেন। ক্যাটাগুরি যোগ করা খুব সহজ। শুধু নিচের মত ফর্ম পূরন করে "Add New Category" বাটনে ক্লিক করলেই একটা ক্যাটাগরি যুক্ত হয়ে যাবে।
Name ফিল্ডে ক্যাটাগরির নাম, slug না দিলেও হবে আর দিলে ক্যাটাগুরিটি ব্রাউজ করার সময় slug টি URL সুন্দরভাবে দেখাবে। slug দিলে সবমসময় এমন অর্থপূর্ন দেয়া উচিৎ যাতে URL দেখেও আন্দাজ করা যায় যে এখন কোথায় আছি তাছাড়া এটা SEO এর জন্য খুব উপকারী।
Parent ড্রপডাউন থেকে এই ক্যাটাগরির মুল কোন ক্যাটাগরি হবে সেটা ঠিক করে দিতে পারেন। "None" সিলেক্ট করলে এটাই একটা মুল ক্যাটাগরি হয়ে যাবে। এটার অদীনে আবার নতুন ক্যাটাগরি(সাব ক্যাটাগরি) তৈরী করতে পারবেন। এরপর Description দিলে দিতে পারেন।
ক্যাটাগরি যোগ করার পর ক্যাটাগরিগুলি ডান দিকে দেখতে পারবেন, এখানে যেকোন ক্যাটাগরির উপর মাউস নিয়ে গেলে ক্যাটাগরিটি সম্পাদনা, মুছে দেয়া ইত্যাদির লিংক দেখতে পাবেন এবং বুঝতেই পারছেন লিংকগুলিতে ক্লিক করে সংশ্লিষ্ট কাজটি করতে পারবেন। ক্যাটাগরির তালিকার Count কলামে পোস্টের সংখ্যা দেখাবে, যে ক্যাটাগরিতে যতটি পোস্ট আছে সেটার সংখ্যা।
** পোস্ট তৈরীর ফর্মে যেখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হয় সেখান থেকেও ক্যাটাগরি থৈরী করা যায়।
ট্যাগ তৈরী
এরপর "Tags" সাবমেনু থেকে হবহু ক্যাটাগরির মত একটি নতুন ট্যাগ তৈরী করতে পারেন। এই ট্যাগগুলি দেখাবে পোস্ট তৈরীর সময় "Choose from the most used tags" লিংকে ক্লিক করলে। খুবই সহজ, বর্ননা করার মত কিছু পাচ্ছিনা।
ভুল হলে ক্ষমা করবেন !!!!
No comments:
Post a Comment