blog এ মিডিয়া মেনু এর কাজ জেনে নিন!!! - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Wednesday, November 15, 2017

blog এ মিডিয়া মেনু এর কাজ জেনে নিন!!!


             আমার বুলগে আপনাকে সাগতম

ওয়ার্ডপ্রেসে "Media" মেনুতে ক্লিক করে নতুন ছবি যোগ করা যায়। http://localhost/tutorial/wp-admin/upload.php লিংকে গেলে আপলোডকৃত ছবি (বা যেকোন মিডিয়া) গুলির তালিকা দেখতে পারবেন। Media মেনু আর এর সাবমেনু "Upload" এ একই লিংক

এখানে যেকোন ছবির উপর ক্লিক করে ছবি ডানে বামে ঘুরানো সহ আরও বেশ কিছু এডিট করা যায়। নতুন পোস্ট যোগ করার সময় যখন "Featured Image" যোগ করবেন তখন এখানকার ছবিগুলি সেখানে দেখায়।

নতুন একটি ছবি যোগ করতে "Add New" লিংকে ক্লিক করুন Media মেনু থেকে। তাহলে নিচের মত আপলোডার উইন্ডো আসবে

এখান থেকে এক বা একাধিক ছবি একসাথে আপলোড করতে পারবেন। ইচ্ছে করলে ছবি মাউস দিয়ে টেনে এনে এটার উপর ছেড়ে দিতে পারেন (ড্রাগ এন্ড ড্রপ), সাথে সাথে আপলোড শুরু হবে। যদি আপনার ব্রাউজারে এটা সাপোর্ট না করে তাহলে "browser uploader" লিংকে গিয়ে একটা একটা করে ছবি ব্রাউজ করে দেখিয়ে দিতে পারেন এবং এভাবেও আপলোড হবে।

আজকের মত এখিনে !!!!




No comments:

Post a Comment