আয় করুন অনলাইন থেকে ফোন দিয়ে facebook,লাইক টুইটার টুইট,youtbe ভিডিও দেখে !টাকা বিকাশে! - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Saturday, December 23, 2017

আয় করুন অনলাইন থেকে ফোন দিয়ে facebook,লাইক টুইটার টুইট,youtbe ভিডিও দেখে !টাকা বিকাশে!

Shareyt দিয়ে কী কাজ করা হয়?
Shareyt দিয়ে মূলত ২ ধরনের কাজ করা হই। যথা :
বিভিন্ন Social Media ওয়েবসাইট এ নিজের like , follower ইত্যাদি বাড়ানো বা add করা যাই।
টাকা আয় করা যাই।

                               
Shareyt কেন ও করা ব্যবহার করবেন?
Shareyt মূলত উল্লিখিত ২ টা কারণেই ব্যবহার করা হে থাকে। নিজের like, follower ইত্যাদি বাড়াতে ও টাকা আয় করতে। আমরা সাধারণত টাকা আয় করার জন্য Shareyt ব্যবহার করি। অনেকে নিজের like, follower বাড়াতেও ব্যবহার করতে পারেন !!
যাই হোক, আগে থেকেই বলে রাখি , Shareyt দিয়ে আপনি মাসে মাসে গাদা গাদা টাকা আয় করতে পারবেন না!! হইতো আপনি মাস শেষে নিজের পকেট এ এক দের হাজার টাকা পাবেন, খুব বেশি হলে ২-৩ হাজার , এর বেশি পাবেন বলে মনে হই না !
যারা টাকার জন্য Shareyt ব্যবহার করবেন:
যারা চাই Online এ কিছু টাকা আয় করতে, কিন্তু কোনো কাজই জানেন না, শুধু সারা দিন facebook চালান, তারা Shareyt ব্যবহার করতে পারেন।
যারা চাই সামান্য কিছু টাকা জমাতে বা পেতে (বিশেষ করে ছাত্ররা), তারাও Shareyt ব্যবহার করতে পারেন।
যাদের অবসর সময় আছে ও কোনো কিছু করার নেই, তারাও চাইলে Shareyt ব্যবহার করতে পারেন।
Shareyt ব্যবহার করবেন না যারা :
যারা সারাদিন খুব ব্যাস্ত থাকেন ও বেশি টাকা চান।
পড়াশোনার খুব চাপ যাদের। সামান্য কিছু টাকার জন্য নিজের পড়াশোনা মাথায় মানে চরম বোকামি!!! কারণ পড়াশোনা ঠিকমত করতে পারলে এর চেয়েও বেশি টাকা আয় করতে পারবেন।

অনলাইনে কাজ না জেনেও কিভাবে সহজে আয় করা যায় সে সম্পর্কে আমি আজ আপনাদেরকে বলব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজ মূলত এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকাল আমাদের সবারই Facebook, Google Plus, Twitter, YouTube এ Account আছে এবং আমরা প্রতি নিয়তই সেগুলো ব্যবহার করে থাকি। আর এই Social Media সাইটগুলোর মাধ্যমে খুব সহজে Money earn করা যায়। আপনি যত বেশি কাজ করবেন আপনার তত বেশি Money earn হবে। আপনি চাইলে এক দিনে 5$ – 6$ ডলার আয় করতে পারবেন।
এবার কিভাবে কাজ করতে হয় তা নিন্মে step by step আলোচনা করব।
যারা এখন ও Account create করেন নাই তারা প্রথমে একটি Account create করার জন্য এখানে যান এ প্রবেশ করে Signup এ ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন।


সেখানে আপনি Username, Email, Password, Repeat Password, Gender দিয়ে Signup বারে ক্লিক করুন। তারপর আপনার ইমেইলে একটি মেইল যাবে। সেখানে একটি লিংক থাকবে সেই লিংক এ ক্লিক করে আপনার একাউন্ট Verification করার পর আপনার Username ও Password দিয়ে Account এ প্রবেশ করতে হবে। নিচের ছবির মত
এরপর আপনাকে নিচের Social Media সাইটগুলোতে Account করতে হবে। যদি কোন সাইটে পূর্বের কোন Account থাকে তাহলে নতুন করে Account করতে করতে হবে না। সাইটগুলো নিন্মে দেওয়া হল।
https://delicious.com/
https://www.diigo.com/
https://www.etsy.com/
https://www.facebook.com/
https://plus.google.com/
https://www.pinterest.com/
http://www.stumbleupon.com/
https://www.tumblr.com/
https://twitter.com/
https://www.youtube.com/
https://www.linkedin.com/
তারপর আপনাকে shareyt একাউন্ট এর settings এ প্রবেশ করে settings করে নিতে হবে নিচের ছবির মত।
এখানে ফাঁকা ঘর গুলো উপরের সাইটগুলো দিয়ে যে যে Account করা হয়েছে সেগুলোর Username, Profile link দিয়ে পূরণ করে update এ ক্লিক করুন। কিছু ঘর ফাঁকা থাকলে সমস্যা নেই।
তারপর নিচের ছবির মত Earn Coin এ ক্লিক করে Facebook, delicious, Google Plus, tumblr, Twitter, YouTube সহ যে কোনটাতে ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন। আর যদি না পান তাহলে পরের টা ক্লিক করুন।
তারপর সেগুলো like, follow, share এর মাধ্যমে আপনাকে Coin Earn করতে হবেে এবং শেষ হলে Reload এ ক্লিক করুন। যখন যে সাইটে প্রবেশ করবেন সেটাতে login অবস্থায় থাকতে হবে। যেমন Facebook এ ক্লিক করলে Facebook এ login অবস্থায় থাকতে হবে। আপনি 1000 Coin Earn করলে 1$ ডলার অর্জন করবেন। এভাবে আপনি 1000 Coin Earn= 1$ ডলার অর্জন করা হলে bKash or Paypal এর মাধ্যমে টাকা পাবেন।
এছাড়া আপনার প্রতিদিন কাজের উপর বোনাস পাবেন। বোনাস পাওয়ার জন্য কিছু কাজ করার পর Daily Activity Bonus এ ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন।

ডাবল আয়- রেফার থেকে আয়ঃ
Refer option (promote/ Refer) এ ক্লিক করলে আপনার Refer link পাবেন সেই লিংক দিয়ে বন্ধুদের Register করান এবং এখান থেকেও আয় করুন। দ্রুত আয় করতে বেশি বেশি Refer করতে হবে।আপনার রেফার যদি প্রতিদিন 100 টাকা আয় করে তাহলে আপনি 10 টাকা পাবেন এভাবে 1000টাকা আয় করলে 100 টাকা পাবেন ৷সো যত রিফার তত আয়! ২০০০ কয়েন = 2ডলার হলেই টাকা তুলতে পারবেন Payza বা bKash ( grameenphone / Robi এর মোবাইল ব্যাংকিং) এর মাধ্যমে। bKash থেকে টাকা তুলতে আপনার কাছাকাছি থাকা bKash agent থেকে আপনার grameenphone বা Robi SIM Register করে নিন ফ্রীতে. আজকের মত বিদায়। যাদের বুঝতে সমস্যা হচ্ছে কমেন্ট করতে পারেন


আপনি আপনার অর্জিত Coin এক Account থেকে অন্য Account এ Transfer করতে পারবেন নিচের ছবির মত।
আর আপনাকে Cashout করার জন্য Coins to Cash Withdraw এ ক্লিক করতে হবে নিচের ছবির মত।
নিচের একটি ছবিতে পেমেন্ট প্রুভ দেখানো হল।
সবাই আসা করি বুঝবেন!


Shareyt এর টাকা (coin) ও টাকা তোলা:
Shareyt এ আপনাকে মূলত টাকা কামাই করতে হবে coin উপার্জন করে। 1000 coin = $1 (অর্থাৎ 80 টাকা)
Shareyt দিয়ে নানা ভাবে টাকা তোলা যায়। তবে আমাদের বাংলাদেশীদের জন্য সময় এবং পরিশ্রম বাচাতে Shareyt থেকে টাকা তোলার এক সুন্দর উপায় হচ্ছে bKash. 2000 coin হলেই আপনি bKash account এ টাকা আনতে পারবেন। সাধারণত প্রতি শুক্র-শনিবারে টাকা দেওয়া হয়।
তো যাই হোক, এই হচ্ছে Shareyt, যা থেকে আপনি কিছু টাকা পেতে পারেন এবং আপনি সত্তিই এখান থেকে টাকা পাবেন। আমি নিজেই টাকা পেয়েছি বলেই এই ব্লগটা খুললাম। কারণ Shareyt নিয়ে অনেক ব্লগই আছে, কিন্তু ওগুলো অনেক পুরাতন ও অনেক সমস্যা ওখানে সমাধান করা নেই। তাই আমার মত যারা Shareyt থেকে কিছু টাকা পেতে চান, তাদেরকে সাহায্য করতে এবং Shareyt Tips দিতে আমার এই ব্লগটির সুচনা।
লেখায় ভুল হতেই পারে। তাই ত্রুটি গুলো ক্ষমা করবেন।


  কোন সমস্যা হলে বা কোন হেলফ লাগলে কল করুন +8801788716433 অথবা ফেসবুকে যোগাযোগ করুন আমার ফেসবুক ইউজার নেম tarakbiswas65

ইতি,



No comments:

Post a Comment