গেইলের সেক্স হোটেল কাহিনি
বলিউড অভিনেত্রী স্নেহা উল্লাল অনেকদিন ধরেই খবরে নেই। অথচ এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে হঠাৎ তাকে ঘিরে হৈচৈ পড়ে গেছে! তার নামই আছে ট্রেডিংয়ে। এর কৃতিত্ব অবশ্য ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোর।
ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্টইন্ডিজ মাঠে নামার একদিন আগে নাকি তাদের সঙ্গে পার্টিতে অংশ নেন স্নেহা। অবশেষে সেই ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী।
২৮ বছর বছর বয়সী এই অভিনেত্রী ভারতীয় একটি পত্রিকাকে জানান, ৩৬ বছর বয়সী এই ক্যারবীয় তারকার সাথে নেচেছেন, জমিয়ে আড্ডাও দিয়েছেন। বলেন, ক্রিস গেইল খুব শান্ত মানুষ,হোটেলে তার সঙ্গে মনের মত একটি রাত কাটালাম,অনেক মজাও হয়েছে। ক্রিস গেইলকে দেখুন! খুব শান্ত মানুষ।
স্নেহা বলেন, অনেক মজা করলাম।মনে রাখার মত একটি রাত কাটলো।আমাকে আমত্রণ জানানোর জন্য ভেগা এন্টাটেইনমেন্টকে ধন্যবাদ। ২০০৫ সালে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘লাকি’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান স্নেহা।এর মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তার।
ঐশ্বরিয়ার সঙ্গে তার চেহারায় কিছুটা সাদৃশ্য থাকায় অল্প সময়েই জনপ্রিয়তা পেয়ে যান তিনি।এখন আঞ্চলিক ছবিতেই বেশি কাজ করেন স্নেহা।এরই মধ্য মুক্ত পেয়েছে তেলেন্ড ছবি ভারুদু, দ্যা ব্লকবাস্টার সিমহা ও অ্যাকশন থ্রিডি।
No comments:
Post a Comment