অনলাইনে আয় করুন Blogging করে ! ব্লগিং এর পূর্ণাঙ্গ টিউটরিয়াল - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Friday, February 11, 2022

অনলাইনে আয় করুন Blogging করে ! ব্লগিং এর পূর্ণাঙ্গ টিউটরিয়াল

 প্রথমেই Tipscountbd এর এডমিন হিসাবে আমি আপনাদের সালাম যানাই , আস-সালামুআলাইকুম ৷


আশাকরি সবাই মহান রব্বুল আলামিনের রহমতে ভালই আছেন ৷

তো আমি Post লিখি খুব কম ৷ তো অনেক দিন পর একটি আরর্টিকেল লিখতে বসেছি ৷

মোবাইল দিয়ে টাকা ইনকাম


ব্লগ মানে কি ? ব্লগ থেকে কিভাবে অনলাইন টাকা আয় করবেন ?

ব্লাগিং করে অনলাইনে আয় করার উপায় !

  • তো আজকের পোষ্ট এর বিষয় হচছে, কিভাবে আপনি Blogging বা ব্লাগিং করে অনলাইন থেকে আয় করবেন ৷
    Blogging Online Earing এর স্বাধিন ও জনপ্রিয় একটি উপায় ৷
    আজ আপনাদের ব্লাগিং করে কিভাবে আয় করবেন, ব্লাগিং করে কত টাকা আয় করতে পারবেন ,
    ব্লাগ সাইট কি ভাবে তৈরি করবেন এসব বিষয় শেখানোর চেষ্টা করব ৷

Note: অবশ্যই পুরো পোষ্টটি পড়বেন না হলে বিষয় গুলা বুঝতে পারবেন না ৷ হয়ত বা আজকের এই পোষ্ট এর মাধ্যমে আপনিও অনলাইন থেকে ইনকাম করতে পারেন হাজার হাজার ডলার ৷

তো প্রথমে আমরা জেনে নেয় ব্লাগিং টা আসলে কি ?

দেখেন একেবারে সহজ ভাষায় Blogging বলতে লেখালেখি কে বুঝায় ৷
আপনার বা অন্য কার website এ কোন কিছুর উপর লিখা-লিখি করাই হল ব্লাগিং ৷
আর এই ব্লাগিং করে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভাব ৷

আর এই আয়টা এমনি মনে করেন, আপনি অনেক কষ্ট করে ১০তালা একটি বিল্ডিং দিছেন তাতে ২০ টা ফ্লাট আছে আর সেই ফ্লাট গুলো আপনি ভাড়া দিয়ে টাকা নিচছেন ৷
এখানে আপনার ফুল স্বাধিনতা থাকছে যা ইচছা করতে পারছেন কিন্তু যারা চাকরি করে তারা এই সুযোগটা পাচছে না ৷

ব্লগিং (blogging) কিভাবে শুরু করবেন ?

এবার আসুন যেনে নেয় যে , ব্লাগিং করে কিভাবে আয় করা যায় !

অনলাইনে আয় করুন ব্লাগিং করে ! জেনে নিন Blogging এর A To Z

  • দেখেন ব্লাগিং করে অনেক ভাবে আয় করা যায় ৷
    এর মধ্য Google Adsense হল অন্যতম ৷ তারপর আবার Affiliate করে ও আয় করা যায় ৷
    বিভিন্ন কম্পানি Sponser এর মাধ্যমে ও প্রচুর টাকা আয় করা যাই ৷
  • চলুন একটি উধারণ এর মাধ্য বুঝে নেয় :—
    মনে করেন আপনার একটি Blog website আছে এবং সেখানে বিভিন্ন বিষয়ের উপর আপনি লেখালেখি করেছেন ৷
    সাথে আপনার সাইটটি Google সহ অন্যান্ন সার্চ ইন্জিন এর সাথে এড করে দিছেন বা SEO করেছেন ৷
    ফলে গুগলে সার্চ করে প্রচুর মানুষ আপনার লেখা পড়ছে প্রতি দিন ৷
  • এখন আপনি Google Adsense এ আবেদন করে Adsense এর Add আপনার Blog এর বিভিন্ন জাইগাই বসাই রাখলেন ৷
    ফলে গুগল আপনার সাইটে আসা মানুষ গুলাকে বা ভিজিটর দের বিভিন্ন পণ্যর এড সো করাবে ৷
    আর এই এড দেখে পণ্যটি ক্রায়ের জন্য ভিজিটর যখন ঐই এডে ক্লিক করবে তখন গুগল আপনাকে প্রেমেন্ট করবে ৷
    আর ক্লিক না করলেও সুধু এড দেখার জন্য আপনি প্রেমেন্ট পাবেন ৷ এভাবেই গুগল এডসেন্স থেকে আয় করার Best উপাই ৷

Google Adsense এর বিসতারিত জনতে এই পোষ্টটি দেখুন…

  • প্রায় সকল News site বা ব্লাগ সাইট এই Adsense এর মাধ্যমে আয় করে থাকে ৷
    যেমন প্রথম আলো নিচের ছবিটি দেখেন :
  • ব্লাগিং করে অনলাইনে আয় করার উপায়
    এমনিকি যারা Youtuber তারাও সবাই এই Google adsense থেকে আয় করে ৷
  • আবার , আপনার ব্লাগে বিভিন্ন কম্পানি Sponser দিবে ৷
    বা আপনার website এর কোন একটা নির্দিষ্ট জাইগাই তাদের পণ্যর এড দিবে চুক্তির বিনিময়ে ৷
    মনে করেন কোন একটা কম্পানি আপনার সাইটের একেবারে উপরে একটি এড দিবে তাদের প্রোডাক্ট এর
    এর জন্য কম্পানি আপনাকে মাসে মাসে প্রেমেন্ট করবে ৷
    আর এই sponsor আপনি তখনি পাবেন যখন আপনার ব্লাগ এ প্রচুর ভিজিটর আসবে ৷
    তখন কম্পানি আপনার সাথে যোগাযোগ করবে ৷ যেমন টা আমার সাথে করেছে 2 টা কম্পানি ৷
  • আবার আপনি আপনার সাইটে এফিলিয়েট মারর্কেটিং ও করতে পারবেন ৷
    যেমন Amazon  ebay ইত্যাদি সাইটের পণ্যর লিংক আপনার ব্লাগে দিবেন
    ঐ লিংকে ডুকে কেও পণ্য ক্রায় করলে আপনি আপনার কমিশন পেয়ে যাবেন ৷

আবার আপনার ব্লাগ না থাকলেও অন্যর ব্লাগে লেখালেখি করলেও আয় করতে পারবেন ৷
ব্লাগ মালিক আপনাকে প্রেমেন্ট করবে ৷

আসলে আর অনেক উপায়ে ওয়েব সাইট থেকে ইনকাম করা যাই যা বলে শেষ করা যাবে না ৷
তবে আপনার ব্লাগটা ঐ পজিশনে নিয়ে যেতে হবে ৷
এবং সুন্দর ভাষায় ও ইনফরমেশন পূর্ণ কন্টেন বা পোষ্ট লিখতে হবে ৷

কিভাবে ব্লগে লিখে অনলাইনে আয় করা যায়? সহজে অনলাইনে আয়ের .

ওয়েব সাইট বা ব্লাগ থেকে কত টাকা আয় করা সম্ভাব ?

ওয়েব সাইট বা ব্লাগ থেকে কত টাকা আয় করা সম্ভাব ?

দেখেন এর আয় এর কোন লিমিট নাই ৷
আপনার সাইট যত পপুলার হবে তত আয় বাড়বে ৷
এটা কোন চাকরি না যে ফিক্স বেতন পাবেন ৷
তাই আপনার ভিজিটর যত তত আয় ৷

আচছা আপনাদের মনে ত প্রশ্ন আসতে পারে যে, কোন ধরনের ব্লাগ করবেন ৷

উত্তর হল আপনি যে বিষয়ে ভাল বুঝেন সে বিষয়ে করবেন ৷
চেষ্টা করবেন ইংলিশে করার কারণ এখানে ইংরেজি সারা বিশ্বে চলে তাই সারা বিশ্ব থেকে আপনি ভিজিটর পাবেন ৷

এতো গেল Blogg থেকে আয় করার উপায় এবার আসুন যেনে নেয় কিভাবে একটি ব্লাগ সাইট তৈরি করবেন !

নিজের একটি ব্লাগ সাইট তৈরি করতে হলে আপনাকে বেশি কিছু যানার দরকার নাই ৷
youtube থেকে কই এক টা ভিডিও দেখলেই করতে পারবেন ৷

ব্লগিং (blogging) কিভাবে শুরু করবেন ?

আর আপনি দুই ভাবে ব্লাগ খুলতে পারবেন

একটি ফ্রি যেটা google এর Blogsport এর মাধ্যমে অন্যটি টাকা খরচ করে Domain hosting কিনে ৷

অবশ্যই ২টার ভ্যালু এক না ৷ দেখেন ফ্রিতে কিছু পাওয়া মানে আপনি অন্যর কাছে বিক্রি হয়ে যাচছেন ৷

ফ্রিতে সাইট করলে ঐ সাইট গুগলে Rank করানো খুব টাপ ৷
অপর দিকে ফ্রি সাইটে আপনার আয় ও কম হবে ৷
Blogspot এ adsense আপনাকে 55% দিবে অপর দিকে Domain hostin নিয়ে সাইট করলে adsense আপনাকে 68% দিবে ৷

দেখেন কিভাবে ব্লাগ খুলবেন এখানে শিখানো সম্ভাব না ৷
তাই আমি যাষ্ট ধারণা দিয়ে দিলাম ৷
আপনারা যদি শিখতে চান বা ব্লাগিং করতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ৷

আমার নামবার : + 88 01776 233093

যতটুকু যানি বুঝানোর চেষ্টা করলাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷
সভাই ভাল থাকুন ৷




1 comment:

  1. ব্লগ হলো একটি ওয়েবসাইট বা ওয়েবপেজ যেখানে ব্যক্তিগত লেখা, অভিজ্ঞতা, মতামত বা তথ্য শেয়ার করা হয়। ব্লগ বানানোর জন্য প্রায়শই প্ল্যাটফর্ম হিসাবে ওয়ার্ডপ্রেস, ব্লগার, টাম্বলার, স্কোয়ারস্পেস এবং মনো অন্যান্য পরিচিত প্ল্যাটফর্মগুলি ব্যবহার করা হয়। ব্লগ থেকে কীভাবে অনলাইনে টাকা আয় করা যায়। ব্লগ হলো একটি সাধারণ ওয়েবসাইটের মত যেখানে বিভিন্ন উপাদান সংযোজন করে সম্পাদনা করা হয়, যেমন লেখা, ছবি, ভিডিও ইত্যাদি। অল্প পরিশ্রম ও ব্যক্তিগত সময় নিয়ে ব্লগিং শুরু করা যায়।

    ReplyDelete