হেল বন্ধুরা কেমন আছেন সবাই এই কনকন সিতের ভিতর ?
আশা করি সবাই ভাল আছেন বিশেষ করে যাদের নতুন বিয়া হইছে !!! মজা করলাম !
যাই হক আজকে আমি যে, বিষয়ে লিখতে বসেছি সে,
বিষয়টি আমাদের আয়ডি কার্ড এর বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ৷
- আমাদের মধ্য অনেকেরই আয়ডি কার্ড এ বিভিন্ন রকম সমস্যা থাকে ৷
যেমন id card এর নামের বানান ভুল ,জম্ম তারিখ ভুল ,বাবা- মার বানান ভুল সহ অনেক ধরনের ভুল থাকে ৷
আবার অনেকের আয়ডি কার্ড হারিয়ে যাই ৷ আয়ডি কার্ড বার অনৈকের নষ্ট হয়ে যায় ৷ - আয়ডি কার্ড এর এসকল ভুলের বা সমস্যার কারনে আমাদের চাকরি ,বিদেশ গমন ,
সম্পদের লেনদেন সহ বিভিন্ন বিষয়ে এর জন্য মারাক্তক সমস্যা হয়ে পড়ে ৷ - আর আয়ডি কার্ড এর এসকল সমস্যার সমাধান না করে আমরা কোন কিছুই করতে পারি না ৷
আর আজকে আমরা আপনার ন্যাশনাল আয়ডি কার্ড এর
এসকল সমস্যা কিভাবে সমাধান করবেন সে বিষয়ে আলোচনা করব !
তো চলুন আমরা ভুটার কার্ড এর যেকোন সমস্যা কিভাবে সলভ করবেন জেনে নেয় ৷
প্রথমে জেনে নেয় কিভাবে ID Card এর ভুল সংশোধন করবেন !
আয়ডি কার্ড এর ভুল সংশোধন দুই ভাবে করতে পারবেন ৷
- একটি হল Online নিজে বা কোন কম্পিউটারের দুকানে গিয়ে ৷
- অপরটি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ৷
প্রথমে আমরা অনলাইনে কিভাবে ভোটার আইডি কার্ড ভুল সংশোধন করব জেনে নিই ৷
Smart card বা আয়ডি কার্ড ভুল সংশোধন করতে
নিচের ডকুমেন্ট আপলোড করতে হবে যেগুলা আপনির থাকবে ৷
প্রথমে সংশোধন করার আগে আপনার Nid নামবারে ফ্রি প্রদিন করতে হবে ৷
এর জন্য আপনি রকেট app এর মাধ্যমে আপনার nid নামবারে টাকা পাঠাবেন ৷
নিচের ছবি থেকে দেখে নেন ভোটার আইডি কার্ড সংশোধন ফ্রি কত ৷
তারপর অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট
গিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করবেন ৷
আর রেজিস্ট্রেশন করা থাকলে সরাসরি লগইন করবেন ৷
তাহলে ওই ভোটারের ছবি,নাম,পিতার নাম,মাতার নাম,জন্ম তারিখসহ যাবতীয় তথ্য দেখতে পারবেন ৷
ডানপাশে এগুলো এডিট করার অপশং পাবেন ৷
এডিটে কিলিক করে আপনার যাযা পরিবর্তন করার করুন এবং সাবমিট করুন ৷
এখানে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে ৷ যেগূলা আপনার আছে ...
- এরপর আবেদন সাবমিট করা হলে একটি ফরম পাবেন সেটি ডাউনলোড করে রাখুন ৷
পরবর্তিতে 1-2 মাসের ভিতর আপনাকে sms এ আপনার কার্ড সংগ্রহ করতে বলবে নির্বাচন অফিস থেকে ৷
তখন আপনি ঐ ফরম টি নিয়ে গেলে আপনির কার্ড দিয়ে দিবে ৷
নির্বাচন অফিসে এর মাধ্যমে আয়ডি কার্ড ভূল সংশোধন
উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার আইডি কার্ড সংশোধন ফরম - সংগ্রহ করে পূরণ করতে হবে।
ভোটার আইডি কার্ড সংশোধন ফি রকেট/বিকাশ এর মাধ্যমে জমা দিয়ে তার রশিদ ও
প্রয়োজনীয় কাগজপত্র ফরমের পিছেনে পিন-আপ করে জমা দিবেন ৷
এরপর sms এর মাধ্যমে আপনাকে কার্ড নিতে আসতে বলেবে 60 দিনের মধ্য ৷
আপনার NID বা Smart Card হারিয়ে গেলে কি করবেন ?
ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে প্রথম আপনি থানায় একটি জিডি করবেন ৷
জিডিতে অবশ্যই আপনার nid card /ভোটার আইডি কার্ডের nid নম্বর উল্লেখ থাকতে হবে ৷
অনেকের এই Id Card এর নম্বর মনে নাও থাকতে পারে ৷
তাই স্থানীয় ওয়ার্ড মেম্বর/কাউন্সিলরের কাছে অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে
ভোটার তালিকা আছে সেখান থেকে আপনার আয়ডি নম্বর সংরক্ষন করতে পারবেন ।
হারিয়ে যাওয়া ভোটার কার্ড তোলার রিইস্যুর আবেদন যেভাবে করবেন :-
থানায় জিডি করা হয়েগেলে ID CARD পাওয়ার বা আবেদন করার দুইটি উপায় আছে
- একটি হল আপনি নিজে ঘরে বসে online আবেদন করতে পারবেন
- অপরটি সরাসরি নির্বাচন অফিসে গিয়ে ফরম ফিলআপ এর মাধ্যমে ৷
অনলাইনে বা কোন কম্পিউটার এর দুকান থেকে যেভাবে আবেদন করবেন ৷
- Online সিস্টেমে হারানো বা নষ্ট ভোটার আইডি কার্ড তোলার আবেদন করা যায়
ঘরে বসে নিজেই ভোটার আইডি কার্ড তোলার আবেদন করাই সব থেকে সহজ ও সময় সাপেক্ষ।
সে জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েব সাইট services.nidw.gov.bd
এই ঠিকানায় গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করতে হবে।
ADD: চুল পড়া বন্ধ করুন ,পাতলা চুল ঘন করুন…
- লগইন করার পর রিইস্যু অপশনে গিয়ে আইডি কার্ড তোলার আবেদন করতে হবে।
তবে আবেদন দাখিল করার আগে অবশ্যই হারানো ভোটার আইডি কার্ড তোলার
নির্ধারিত ফি হিসাব করে নিয়ে রকেট/বিকাশ এ্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে।
নির্বাচন অফিসে এর মাধ্যমে আয়ডি হারানো বা নষ্ট আয়ডি কার্ড তুলার উপায় ৷
- প্রথমত সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস গিয়ে ভোটার কার্ড উত্তোলনের ফরম সংগ্রহ করতে হবে।
ফরমটি নিয়ে পূরণ করতে হবে।
তারপর হারানো ভোটার আইডি কার্ড তোলার নির্ধারিত ফি রকেট/বিকাশ এ্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে।
ফি জমাদানের রশিদ এবং জিডির কপি আবেদন ফরম-৬
এর পিছনে পিন-আপ করে অফিসে জমা দিলে আবেদনের কার্যক্রম শুরু হয়।
আবেদন পত্রের নিচের অংশ ছিড়ে আবেদনকারীকে দিবে।
পরে ৬০ কার্য দাবশের মধ্য sms আপনাকে আপনির আয়ডি কার্ড নিতে বলবে ৷
ADD: অনলাইনে আয় করতে চান ? online earning এর 20+ উপাই আপনিও পারবেন..
যা জানি আপনাদের বলার চেষ্টা করলাম ৷
এরপর যদি হেলফ দরকার হয় আমাকে কল করতে পারেন অথবা
ফেসবুকে যোগাযোগ করতে পারেন ৷ আমি আপনার আবেদন করে দিব ৷
No comments:
Post a Comment