জাতীয় পরিচয়পত্রে বা ভুটার কার্ড তথ্য ভুল হলে যেভাবে সংশোধন করবেন - Know and sharing site in Bangladesh

Breaking

Know and sharing site in Bangladesh

লেখাপড়া টিপস tipscountbd24.blogspot.com

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Post Top Ad

কম খরচে ফেসবুকে এড দিতে!কল করুন:

+88 01776233093

Sunday, March 6, 2022

জাতীয় পরিচয়পত্রে বা ভুটার কার্ড তথ্য ভুল হলে যেভাবে সংশোধন করবেন

 হেল বন্ধুরা কেমন আছেন সবাই এই কনকন সিতের ভিতর ?

আশা করি সবাই ভাল আছেন বিশেষ করে যাদের নতুন বিয়া হইছে !!! মজা করলাম !

যাই হক আজকে আমি যে, বিষয়ে লিখতে বসেছি সে,
বিষয়টি আমাদের আয়ডি কার্ড এর বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ৷

আয়ডি কার্ড ভুল আছে ? ID Card হারিয়ে গেছে ? সংশোধন করবেন যেভাবে

  1. আমাদের মধ্য অনেকেরই আয়ডি কার্ড এ বিভিন্ন রকম সমস্যা থাকে ৷
    যেমন id card এর নামের বানান ভুল ,জম্ম তারিখ ভুল ,বাবা- মার বানান ভুল সহ অনেক ধরনের ভুল থাকে ৷
    আবার অনেকের আয়ডি কার্ড হারিয়ে যাই ৷ আয়ডি কার্ড বার অনৈকের নষ্ট হয়ে যায় ৷
  2. আয়ডি কার্ড এর এসকল ভুলের বা সমস্যার কারনে আমাদের চাকরি ,বিদেশ গমন ,
    সম্পদের লেনদেন সহ বিভিন্ন বিষয়ে এর জন্য মারাক্তক সমস্যা হয়ে পড়ে ৷
  3. আর আয়ডি কার্ড এর এসকল সমস্যার সমাধান না করে আমরা কোন কিছুই করতে পারি না ৷
    আর আজকে আমরা আপনার ন্যাশনাল আয়ডি কার্ড এর
    এসকল সমস্যা কিভাবে সমাধান করবেন সে বিষয়ে আলোচনা করব !

তো চলুন আমরা ভুটার কার্ড এর যেকোন সমস্যা কিভাবে সলভ করবেন জেনে নেয় ৷

প্রথমে জেনে নেয় কিভাবে ID Card এর ভুল সংশোধন করবেন !

আয়ডি কার্ড এর ভুল সংশোধন দুই ভাবে করতে পারবেন ৷

  1. একটি হল Online নিজে বা কোন কম্পিউটারের দুকানে গিয়ে ৷
  2. অপরটি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ৷

প্রথমে আমরা অনলাইনে কিভাবে ভোটার আইডি কার্ড ভুল সংশোধন করব জেনে নিই ৷

Smart card বা আয়ডি কার্ড ভুল সংশোধন করতে
নিচের ডকুমেন্ট আপলোড করতে হবে যেগুলা আপনির থাকবে ৷

Smart card বা আয়ডি কার্ড ভুল সংশোধন করতে নিচের ডকুমেন্ট আপলোড করতে হবে যেগুলা আপনির থাকবে ৷

প্রথমে সংশোধন করার আগে আপনার Nid নামবারে ফ্রি প্রদিন করতে হবে ৷
এর জন্য আপনি রকেট app এর মাধ্যমে আপনার nid নামবারে টাকা পাঠাবেন ৷
নিচের ছবি থেকে দেখে নেন ভোটার আইডি কার্ড সংশোধন ফ্রি কত ৷

ভোটার আইডি কার্ড ভুল সংশোধন ফ্রি 
ভোটার আইডি কার্ড সংশোধন ফি

তারপর অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট
গিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করবেন ৷
আর রেজিস্ট্রেশন করা থাকলে সরাসরি লগইন করবেন ৷
তাহলে ওই ভোটারের ছবি,নাম,পিতার নাম,মাতার নাম,জন্ম তারিখসহ যাবতীয় তথ্য দেখতে পারবেন ৷
ডানপাশে এগুলো এডিট করার অপশং পাবেন ৷
এডিটে কিলিক করে আপনার যাযা পরিবর্তন করার করুন এবং সাবমিট করুন ৷
এখানে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে ৷ যেগূলা আপনার আছে ...

  • এরপর আবেদন সাবমিট করা হলে একটি ফরম পাবেন সেটি ডাউনলোড করে রাখুন ৷
    পরবর্তিতে 1-2 মাসের ভিতর আপনাকে sms এ আপনার কার্ড সংগ্রহ করতে বলবে নির্বাচন অফিস থেকে ৷
    তখন আপনি ঐ ফরম টি নিয়ে গেলে আপনির কার্ড দিয়ে দিবে ৷

নির্বাচন অফিসে এর মাধ্যমে আয়ডি কার্ড ভূল সংশোধন

উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার আইডি কার্ড সংশোধন ফরম - সংগ্রহ করে পূরণ করতে হবে।
ভোটার আইডি কার্ড সংশোধন ফি রকেট/বিকাশ এর মাধ্যমে জমা দিয়ে তার রশিদ ও
প্রয়োজনীয় কাগজপত্র ফরমের পিছেনে পিন-আপ করে জমা দিবেন ৷
এরপর sms এর মাধ্যমে আপনাকে কার্ড নিতে আসতে বলেবে 60 দিনের মধ্য ৷

আপনার NID বা Smart Card হারিয়ে গেলে কি করবেন ?

ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে প্রথম আপনি থানায় একটি জিডি করবেন ৷
জিডিতে অবশ্যই আপনার nid card /ভোটার আইডি কার্ডের nid নম্বর উল্লেখ থাকতে হবে ৷
অনেকের এই Id Card এর নম্বর মনে নাও থাকতে পারে ৷
তাই স্থানীয় ওয়ার্ড মেম্বর/কাউন্সিলরের কাছে অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে
ভোটার তালিকা আছে সেখান থেকে আপনার আয়ডি নম্বর সংরক্ষন করতে পারবেন ।

হারিয়ে যাওয়া ভোটার কার্ড তোলার রিইস্যুর আবেদন যেভাবে করবেন :-

থানায় জিডি করা হয়েগেলে ID CARD পাওয়ার বা আবেদন করার দুইটি উপায় আছে

  1. একটি হল আপনি নিজে ঘরে বসে online আবেদন করতে পারবেন
  2. অপরটি সরাসরি নির্বাচন অফিসে গিয়ে ফরম ফিলআপ এর মাধ্যমে ৷

অনলাইনে বা কোন কম্পিউটার এর দুকান থেকে যেভাবে আবেদন করবেন ৷

  • Online সিস্টেমে হারানো বা নষ্ট ভোটার আইডি কার্ড তোলার আবেদন করা যায়
    ঘরে বসে নিজেই ভোটার আইডি কার্ড তোলার আবেদন করাই সব থেকে সহজ ও সময় সাপেক্ষ।
    সে জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েব সাইট services.nidw.gov.bd
    এই ঠিকানায় গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করতে হবে।

ADD: চুল পড়া বন্ধ করুন ,পাতলা চুল ঘন করুন…

  • লগইন করার পর রিইস্যু অপশনে গিয়ে আইডি কার্ড তোলার আবেদন করতে হবে।
    তবে আবেদন দাখিল করার আগে অবশ্যই হারানো ভোটার আইডি কার্ড তোলার
    নির্ধারিত ফি হিসাব করে নিয়ে রকেট/বিকাশ এ্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে।

নির্বাচন অফিসে এর মাধ্যমে আয়ডি হারানো বা নষ্ট আয়ডি কার্ড তুলার উপায় ৷

  • প্রথমত সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস গিয়ে ভোটার কার্ড উত্তোলনের ফরম সংগ্রহ করতে হবে।
    ফরমটি নিয়ে পূরণ করতে হবে।
    তারপর হারানো ভোটার আইডি কার্ড তোলার নির্ধারিত ফি রকেট/বিকাশ এ্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে।
    ফি জমাদানের রশিদ এবং জিডির কপি আবেদন ফরম-৬
    এর পিছনে পিন-আপ করে অফিসে জমা দিলে আবেদনের কার্যক্রম শুরু হয়।
    আবেদন পত্রের নিচের অংশ ছিড়ে আবেদনকারীকে দিবে।
    পরে ৬০ কার্য দাবশের মধ্য sms আপনাকে আপনির আয়ডি কার্ড নিতে বলবে ৷

ADD: অনলাইনে আয় করতে চান ? online earning এর 20+ উপাই আপনিও পারবেন.. 

যা জানি আপনাদের বলার চেষ্টা করলাম ৷
এরপর যদি হেলফ দরকার হয় আমাকে কল করতে পারেন অথবা
ফেসবুকে যোগাযোগ করতে পারেন ৷ আমি আপনার আবেদন করে দিব ৷

আমার নামবার : +8801776233093
Facebook আমি ...




No comments:

Post a Comment